যশোরের হামিদপুরে সরকারি দুটি মেহগনি গাছ বিক্রির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার হামিদপুর কলেজ রোডের দুটি সরকারি সম্পত্তিতে লাগানো মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে সেলিম বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দুপুরে গাছ দুটি কেটেও ফেলা হয়েছে। তবে পুলিশ কেটে ফেলা গাছ দুটি জব্দ করে স্থানীয় একজন জনপ্রতিনিধির জিম্মায় দিয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, হামিদপুর কলেজ রোডের মহাসিন বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস ওই এলাকার খাস জমিতে লাগানো দুটি মেহগনি গাছ মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিয়েছেন। বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারের আক্তারুজ্জামান ওই গাছ কিনেছেন। বুধবার দুপুরে আক্তারুজ্জামান লোকজন নিয়ে সেখান থেকে গাছ দুটি কাটলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তারা এ বিষয়ে চাঁনপাড়া ক্যাম্পের পুলিশকে জানান। পরে চাঁনপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মঈনুর ও এএসআই পঙ্কজ ঘটনাস্থলে যান। তারা এ সময় কেটে ফেলা গাছ দুটি জব্দ করে স্থানীয় শরীফ মেম্বারের জিম্মায় রেখে দেন। যোগাযোগ করা হলে এসআই মঈনুর জানান, যেহেতু জায়গার মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে সেই কারণে কাটা গাছ দুটি জব্দ করে স্থানীয় শরীফ মেম্বারের জিম্মায় রেখে দিয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার ভূমি অফিস থেকে ওই জমি মাপা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে গাছ দুটি খাস জমিতে লাগানো ছিলো কি-না।