সাতক্ষীরায় নকল প্রসাধনী বাজারজাত, ব্যবসায়ীকে কারাদণ্ড

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ রাজধানীর চকবাজার এলাকা থেকে নকল প্রসাধনী এনে সাতক্ষীরার বড় বাজারে গুদামজাত ও বাজারজাত করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে অভিযানকালে ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন বড়বাজারের আলমগীর স্টোরের মালিক। তিনি প্রসাধনী ব্যবসায়ী। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে আলমগীর স্টোরের গোডাউন থেকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দেশিয় তৈরি বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও কিছু ভারতীয় সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। রাজধানী ঢাকার চকবাজার এলাকা থেকে কমদামে এসব পণ্য কিনে তিনি বাজারে বেশি দামে বিক্রি করতেন। নকল এসব প্রসাধনীতে ব্যা-ের স্টিকার লাগিয়ে বাজারজাত করা হতো।