পুড়াপাড়া হাটের সরকারি ২২ বিঘা জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড !

0

পুড়াপাড়া (যশোর) সংবাদদাতা ॥ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত বিশ্বনাথপুর মৌজার পুড়াপাড়া হাটের সরকারি জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দিয়েছে মহেশপুর সেটেলমেন্ট অফিস। ফলে হাটের প্রায় ২২ বিঘা জমি সরকারের হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন মান্দারবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত এস,এ ১৩৪নং বিশ্বনাথপুর মৌজার ২৪৬ দশমিক ৭০ একর জমি সরকারি ১নং খতিয়ানভুক্ত হয়ে পূর্ব পাকিস্তান প্রদেশের পক্ষে কালেক্টর যশোরের নামে এস,এ রেকর্ড প্রকাশিত হয়। ওই জমির মধ্যে ৫টি দাগে ৪০ শতক, ৮টি দাগে ২ দশমিক ৪ শতক, ১০টি দাগে ২দশমিক ৫৬ শতক, ১১টি দাগে ৮১ শতক, ১৪টি দাগে ৬৭ শতক ও ১২/২৯ দাগে ৭৫ শতক, সর্বমোট ২১ বিঘা ২৩ শতক জমিতে দীর্ঘদিন ধরে পুড়াপাড়া হাট হয়ে আসছে। কিন্তু আর, এস রেকর্ডের সময় মহেশপুর সেটেলমেন্ট অফিসের তৎকালীন অফিসার মো. শহিদুল ইসলামের সহযোগিতায় স্থানীয় কতিপয় ভূমিদস্যুরা নামে-বেনামে ২১ বিঘা ২৩ শতক জমির অধিকাংশ জমি রেকর্ড করে নিয়েছে। এস,এ রেকর্ড সরকারের ১নং খতিয়ানে অন্তর্ভুক্ত থাকার পরও আর,এস রেকর্ডে কীভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়ার বিষয়টির ব্যাখ্যা নেই কারো কাছে । এ ব্যাপারে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. সামাউল হোসেন জানান, আর,এস রেকর্ডের প্রিন্ট পরচা প্রকাশিত হওয়ার পর জানা যায় পুড়াপাড়া হাটের এস,এ রেকর্ডের ১নং খতিয়ানভুক্ত ও পেরিফেরিভুক্ত জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে। তখন ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রেকর্ড সংশোধনের জন্যে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার মাধ্যমে গত ২৮/১০/২০১৯ তারিখে জোনাল সেটেলমেন্ট অফিস যশোরে ৭৭টি কেস দাখিল করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে কেসের কোনো সুরাহা হয়নি। গেজেট প্রকাশনা যাতে না হয় তার জন্যে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। হাটের জমি সরকারি ১নং খতিয়ানে রেকর্ড করার লক্ষ্যে গেজেট প্রকাশনা সাময়িক বন্ধ রেখে রেকর্ড সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে সংশ্লিষ্ট অধিদফতরের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।