শৈলকুপায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে ৩৭টি পরিবার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সাবানা খাতুনকে বিয়ে করে স্বামী রাব্বি ইসলাম ঘরজামাই থাকতেন শৈলকুপার বিজুলিয়া গ্রামে। তার বাড়ি হিতামপুর গ্রামে, এক টুকরো জমি থাকলেও ঘর ছিল না। ঘর করার মতো সামর্থও তার নেই। হতদরিদ্র রাব্বি ইসলাম জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় একটি বাড়ি পাচ্ছেন। স্ত্রী সন্তান নিয়ে নিজের বাড়িতে এবার বসবাস করতে পারবেন। স্ত্রী সাবানা খাতুন নিজের দালান ঘর হচ্ছে এই ভেবে পুলকিত। সাবানা-রাব্বি দম্পতির মতো শৈলকুপায় ২০১৯-২০ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ৩৭টি পরিবার ঘর পাচ্ছে। এতে সরকারের ব্যয় হচ্ছে ৪৪ লাখ ২০ হাজার টাকা। শৈলকুপার মনোহরপুর, নাকোল, দিগনগর ও কাঁচেরকোলসহ বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের জন্য নির্মিত স্বপ্নের বাড়ি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। সূত্র জানায়, প্রতিটা ঘর তৈরি করতে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ১৫% ভ্যাট কেটে যা থাকে তাই প্রাক্কলিত ব্যয়। সেই টাকা দিয়ে নির্মিত হচ্ছে গরিবের ঘর। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, প্রতিটি ঘর মূল ডিজাইন ঠিক রেখে উন্নতমানের ইট, বালি, সিমেন্ট ও রঙিন টিন দিয়ে নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, আমি চেষ্টা করেছি, এই টাকার মধ্যে কাজের গুণগত মান ঠিক রেখে ভাল একটা ঘর উপকারভোগীদেরকে উপহার দেয়া।