শার্শা সীমান্তে ২৬ দিনে মাদকদ্রব্যসহ ৪০ নারী পুরুষ আটক

0

নাভারণ (যশোর) সংবাদাতা ॥ গত ২৬ দিনে শার্শা সীমান্তে বিভিন্ন ধরনের মাদকসহ ৪০ জন নারী-পুরুষ ও শিশু আইন-শৃঙ্খলারাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। বিজিবি ও পুলিশের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। মাদক চোরাকারবারীদের কোনো ছাড় নেই। যেখানে মাদক সেখানে পুলিশ এ স্লোগান নিয়ে সীমান্ত জুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শার্শা প্রেস কাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া বলেন, র্শাশা সীমান্ত চোরাকারবারীদের কাছে চোরাচালানের জন্য নিরাপদ রুট হিসাবে দীর্ঘ দিন ব্যবহার হয়ে আসছে। তিনি মাদকের বিরুদ্ধে আইন- শৃঙ্খলারাকারী বিভিন্ন বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।