যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন ; আ.লীগ বিএনপির মনোনীতসহ চারজনের মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ সেটি চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার তারা নিজ নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রথমে বিএনপি মনোনীত মোঃ নূর-উন-নবী মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন প্রমুখ।
পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরজাহান ইসলাম নীরা মনোনয়ন পত্র জমা দেন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুননাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ। পরে তিনি প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের পক্ষে তার প্রস্তাবক মোঃ মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন সম্পাদক অসিত দাস ও সমর্থক খলিলুর রহমান। আগামী ২৬ তারিখ মনোনয়ন যাচাই বাছাই। ২০ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।