যশোরে আক্রান্ত ১৫ : মৃত্যুর পর একজনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনাভাইরাসে গতকাল ১৫ জন আক্রান্ত হয়েছেন। সাড়ে ১৪ হাজার নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮শ’ ৯ জন। আক্রান্তদের ভেতর ২ হাজার ৭শ’ ২৭ জন সুস্থ হয়েছেন। মৃত্যুর পর গতকাল একজনের নমুনা পজেটিভ এসেছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান থেকে জানা গেছে, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৮৬টি এবং খুলনা মেডিকেল কলেজ হতে ৫টি মোট ৯১টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর ভেতর খুলনা মেডিকেল কলেজের নমুনা পরীক্ষার রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে ১৫ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক সেবিকাসহ যশোর সদরে ১১ জন, অভয়নগরে ২ জন, ঝিকরগাছা ও শার্শায় ১ জন করে ২ জন রয়েছেন। আক্রান্তরা হলেন- যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাঃ জেসমিন সুমাইয়া (৩৬), সিনিয়র স্টাফ নার্স রোকেয়া খাতুন (৩২), ঘোপ এলাকার ফারুক হোসেন (৪০), ধর্মতলার জান্নাতুল ফেরদৌস (৪৮), রায়পাড়ার সীমা (৩৬), রেলস্টেশন এলাকার শাহিদা (৫৬), খড়কির ফারহানা ইয়াসমিন (৪৫), উপশহর ৭ নং সেক্টরের কামরুজ্জামান (৪২), রামনগরের আবিজান (৬৩), রামকৃষ্ণপুর গ্রামের আজিমুদ্দিন (৪২), চৌগাছার বর্ণি গ্রামের সিরাজুল ইসলাম (৫২), ঝিকরগাছার আঙ্গাপাড়া গ্রামের আঞ্জুয়ারা (৫০), শার্শার যাদবপুরের আব্দুল হালিম (৪৫), অভয়নগরের চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামের খোদেজা খাতুন (৫০) ও জি এম ফারুক হোসেন (৩০)। কাল আরো ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৩শ’ ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ভেতর গতকাল পর্যন্ত নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫শ’ ৬৬টি। পরীক্ষিত রিপোর্টের ভেতর মোট ৩ হাজার ৮শ’ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১ হাজার ২৬ জন আইসোলেশনে রয়েছেন। তারা বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। যশোরে মারা গেছেন ৪৫ জন। এর ভেতর সর্বশেষ মারা গেছেন মতিয়ার রহমান (৮০)। গত ১৯ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। মতিয়ার রহমানের বাড়ি শহরের চাঁচড়ায়।