মহেশপুরে পাচারকালে উদ্ধার পাঁচজন, আটক চার দালাল

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর সীমান্তে মানবপাচারের সময় সোমবার চার দালালকে আটক করেছে বিজিবি। এ সময় দালালদের হাত থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। থানা ও বিজিবি সূত্রে জানা যায়, এদের গাজীপুর ও নড়াইল থেকে ভাল চাকরি দেওয়ার নাম করে ভারতে পাচার করা হচ্ছিল।
আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে কিতাব আলী(৪২), বাঘাডাঙ্গা গ্রামের হায়দার খলিফার ছেলে মাজেদুল খলিফা, লতিফ মন্ডলের ছেলে ফারুক হোসেন(৩৮) ও মাইলবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে সুমন দর্জি(৩২)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দালালরা মিথ্যা প্রলোভন দিয়ে পাঁচজনকে ভারতে পাচার করছিল। এ সময় তারা বিজিবির হাতে আটক হয়। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট মানবপাচার করে আসছে তারই একটি গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে মাইলবাড়িয়া টাঙ্গাইলপাড়া থেকে চারজনকে আটক করা হয়। অসৎ উদ্দেশ্যে এদেরকে ভারতে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে টাঙ্গাইল জেলার ২৭ বছরের এক নারী জানান, গাজীপুর চৌরাস্তার এক ছেলে তার নামে পাসপোর্ট বানিয়ে তাকে ভারতে নিয়ে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল। তিনি আরও জানান, ওই দালালের সাথে তার মোবাইল ফোনে কথা হয়েছে এবং প্রাথমিকভাবে বিকাশে টাকা লেনদেন হয়েছে।