শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচন : আ.লীগ, বিএনপি ও জাপা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ও বিএনপি মনোনীত খান মতিয়ার রহমান শরণখোলা উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, মনোননয়পত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মনোনীত তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই পদে কোন স্বতন্ত্রপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। ২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ হবে।