বিদায়বেলায় অশ্রুসিক্ত সুয়ারেজ

0

লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনার লা লিগা প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে লুইস সুয়ারেজের। শেষবারের মতো বার্সেলোনার সতীর্থ ও কোচিং স্টাফরদের সঙ্গে দেখা করতে ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলেন তিনি। ফেরার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি উরুগুয়ান স্ট্রাইকার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। নতুন কোচ রোনাল্ড কোমান ন্যু ক্যাম্পে এসে জানিয়ে দেন, সুয়ারেজকে আর প্রয়োজন নেই তার। সঙ্গে সঙ্গে নতুন ঠিকানার বন্দোবস্ত শুরু করে দেন বার্সায় চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ী স্ট্রাইকার। শুরুতে জুভেন্টাসে যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সিরি আ চ্যাম্পিয়নরা চুক্তি করেনি। তবে গত কদিন ধরে আতলেতিকোর নাম শোনা গেলে বিব্রত হয়ে পড়েন বার্সার বোর্ড কর্মকর্তারা। যে করেই হোক ওয়ান্দা মেত্রোপলিতানো ক্লাবে সুয়ারেজের যাওয়া ঠেকাতে চেয়েছিল বার্সা। কিন্তু উরুগুয়ান তারকা সংবাদ সম্মেলনের হুমকি দিলে সিদ্ধান্ত বাতিল করে তারা। শেষ পর্যন্ত ন্যু ক্যাম্প ছাড়া নিশ্চিত হয় সুয়ারেজের। যেখানে ছয় বছর কাটিয়েছেন, সেই মাঠে শেষবার এতদিনের সতীর্থদের বিদায় জানাতে যান তিনি। কাতালোনিয়ার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ক্লাবের সিউতাত দেস্পোর্তিভা জোয়ান গাম্পের ট্রেনিং কমপ্লেক্সে যান সুয়ারেজ। আবেগঘন বিদায় শেষে ট্রেনিং গ্রাউন্ড ছাড়ার সময় তার চোখে পানি দেখতে পান সতীর্থ ও ভক্তদের অনেকে। অশ্রু লুকানোর চেষ্টা করলেও পারেননি। কালো রঙয়ের রেঞ্জ রোভার স্পোর্ট গাড়িতে উঠে শেষবার হাত নেড়ে সবাইকে বিদায় জানান বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করা সুয়ারেজ।