শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও অন্ধকারে বিসিবি

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও অন্ধকার ঘোচেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট শ্রীলঙ্কা সফরের জন্য কোয়ারেন্টিনসহ আরও বেশ কিছু শর্তের উল্লেখ করে বিসিবিকে চিঠি দেয়। একদিন পর বিসিবিও জানিয়ে দেয়, কঠিন এই শর্ত মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। এর পরই মূলত সিরিজ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। সেই অনিশ্চয়তা সপ্তাহ পেরিয়ে গেলেও কাটেনি। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ভালো কোনও সংবাদ দিতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। বলেছেন, ‘তারা (শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড) বলেছে তাদের যে কোভিড-১৯ টাস্ক ফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে হেলথ গাইডলাইন কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তারা আমাদের বিষয়গুলো জানাবে। যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিছু বলছে না, আমি মনে করি যা কিছু আলোচনা হয়েছে, সেগুলো আমাদের মধ্যেই থাকুক। বিস্তারিত আমরা জনসমক্ষে বলতে চাচ্ছি না।’
এ অবস্থায় ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা রওনা দিতে পারার সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এখন পর্যন্ত যেহেতু আমরা কিছু পাইনি, আমরা ২৭ তারিখকে ধরেই আমাদের প্রস্তুতি, সবকিছু এগিয়ে রাখছি। তবে এই মুহূর্তে ২৭ তারিখে ভ্রমণ করা একটু চ্যালেঞ্জিং হবে। ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোনও সমন্বয়ের প্রয়োজন হয়, আমরা করে নেবো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। তাহলে সেভাবেই আমরা পরিকল্পনা করতে পারবো।’ তিনি আরও বলেছেন, `পুরো বিষয়টি কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর নির্ভর করছে না। অনেকটা তাদের সরকারের যে সিদ্ধান্ত ও কোভিড-১৯ টাস্কফোর্সের সিদ্ধান্তের ওপর। আমরা যতটা জেনেছি শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সঙ্গে যোগাযোগ করে বোঝানোর চেষ্টা করছে।’ তিন টেস্টের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার আগ পর্যন্ত বিসিবি সবকিছুই পরিকল্পনামতো করবে বলে জানালেন প্রধান নির্বাহী, ‘আমাদের অভ্যন্তরীন কিছু পরিকল্পনাতো অবশ্যই আছে। প্লেয়ারদের অনুশীলনটা আমরা ধরে রাখবো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। আমাদের অনুশীলন বা অন্যান্য যে বিষয়গুলো যেভাবে চলছে সেগুলো চালিয়ে যাবো। এরপর সিরিজ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হলে কোনও পরিকল্পনায় পরিবর্তন আসলে আসবে।’