শরণখোলায় উপ-নির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে জাতীয় পার্টির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের পুত্র মো. রায়হান উদ্দিন শান্ত। বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাঁন মতিয়ার রহমান। এছাড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান নিজ দলের মনোনয়ন পেলেও প্রার্থিতা প্রত্যাহার করে তার ছোট ভাই অ্যাড. মো. শহিদুল ইসলামকে প্রার্থী করবেন বলে তিনি জানান। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখালা উপজেলা পরিষদর চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মৃত্যুর পর গত ১৫ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ।