চৌগাছায় থেমে থেমে বৃষ্টি কর্মজীবি মানুষ বিপাকে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে এরপর হচ্ছে ঝুমবৃষ্টি। বৃষ্টির কিছু পর আবারও মেঘের আড়ালে দেখা মিলছে সূর্যের হাসি। গত কয়েক দিনের বৃষ্টিতে কর্মজীবি মানুষ বেশ বিপাকে পড়েছেন। সকালে কাজে বের হওয়ার সময়ই বেশি বৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসি। যার কারনে ওই দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে । এরফলে খেটে খাওয়া মানুষেরা বেশ সমস্যায় পড়েছেন। ভ্যান চালক জাকির হোসেন, ক্ষুদ্র ব্যবসায়ী আলী কদর, রাজমিস্ত্রির জোগাড়ে আল আমিন বলেন, গত কয়েক দিনে সকাল হলেই ভারি বৃষ্টি হচ্ছে যে কারনে কাজে যেতে পারছেন না। ভ্যান নিয়ে বের হলেও রাস্তায় তেমন যাত্রী মিলছে না। বর্তমানে পরিবার নিয়ে বেশ কষ্টে দিন পার করছেন তারা।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরের মধ্যে এ বারই বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে ঘূর্ণিঝড় আম্পানের সময়ও প্রচুর বৃষ্টিপাত হয়। তারপর হতে আজ পর্যন্ত থেমে থেমে হচ্ছে বৃষ্টি। যার কারনে খাল বিল নদ নদীতে হরেক রকমের দেশী মাছের সমরোহ ঘটেছে। রোপা আমন ধানও এবছর ভাল হয়েছে বলে জানান অনেকে।