স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অগ্নিকে শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রদল নেতা ইফতেখার সেলিম অগ্নি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার নেতাকর্মীরা মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামে নিজ বাড়িতে গিয়ে অগ্নিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মতিয়ার রহমান, মিজানুর রহমান বাবলু, রেজাউল ইসলামসহ নেতাকর্মীরা। এছাড়া ইফতেখার সেলিম অগ্নি যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছার বাসভবনে গিয়ে তার সাথে দেখা করেন। এ সময় মুছা তাকে অভিনন্দন জানান। সকালে ইফতেখার সেলিম অগ্নি নেতাকর্মীদের সাথে নিয়ে পারিবারিক কবরস্থানে তার প্রয়াত পিতা ভাষাসৈনিক নূরুল হকের কবর জিয়ারত করেন। ইফতেখার সেলিম অগ্নি মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের ভাষাসৈনিক প্রয়াত নূরুল হকের ছোট ছেলে। তিনি ১৯৮৮ সালে এসএসসি পাশ করে যশোর এমএম কলেজে ভর্তি হন। এরপর যুক্ত হন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে। তিনি ওই সময় ছাত্রদলের এমএম কলেজ শাখার প্রচার সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯০ সালে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের সাথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও অগ্নি ১৯৯৬ সালে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৯৯ সালে তিনি জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন।