লোহাগড়ায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিয়মের তদন্ত চেয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষককে অভিযুক্ত করে আদালতে মামলা করেছেন। সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, গত ২৫ আগস্ট মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭ জন প্রার্থী অংশ নেন। নিয়োগ কমিটির সুপারিশে বিদ্যালয় পরিচালনা পর্ষদ দীপংকার সাহাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনিও প্রধান শিক্ষক পদে পরীক্ষায় অংশ নেন। শিক্ষক মো. হাবিবুর রহমান অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষা ছিল পক্ষপাতদুষ্ট, বেআইনি ও প্রহসনমূলক। তিনি বলেন, লিখিত পরীক্ষার খাতা কাটাকাটি করে পরিকল্পিতভাবে দীপংকার সাহাকে বেশি নম্বর দেয়া হয়েছে। তদন্ত করলে এই অনিয়ম ধরা পড়বে বলে তিনি দাবি করেন। তবে সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক দীপংকার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছি। তাই নিয়োগ পেয়েছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিয়োগ বোর্ডের সদস্য আব্দুল হামিদ ভূঁইয়া এ বিষয়ে বলেন, ‘দীপংকার সাহা নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ায় তাকে নিয়োগ দিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদকে নিয়োগ বোর্ড সুপারিশ করেছে। এতে কোন অনিয়ম হয়নি।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম সিকদার বলেন, ‘নিয়োগে কোন অনিয়ম হয়নি। দীপংকার সাহা নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ায় তাকে নিয়োগ দেয়া হয়েছে।’