চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ওয়াজেল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার মরদেহ নদীর পানিতে ভেসে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে গেছে ধারণা করা হচ্ছে। মৃত বৃদ্ধ ওই গ্রামের মরহুম আশরাফ আলির ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে ওয়াজেল হোসেন গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনাস্থল একেবারেই ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করতে গেলে মাথাভাঙ্গা নদীর তীব্র ¯্রােতে তা ফসকে ভারতীয় এলাকার মধ্যে চলে যায়। ফলে বিজিবির নিষেধাজ্ঞায় সীমান্ত অতিক্রম করে ভারতীয় এলাকায় গিয়ে লাশ অনুসন্ধান করা সম্ভব হয়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, লাশ নদী দিয়ে ভারতে ভেসে গেছে এমন কোন নিশ্চিত সংবাদ তাকে কেউ জানায়নি। জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।