করোনার কারণে এ বছর দু’সপ্তাহ ধরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

0

স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতির কারণে এ বছর জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনে পরিবর্তন আনা হয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এ বছর একদিনে নয়, দু’সপ্তাহ ধরে স্বাস্থ্যবিধি মেনে শূন্য থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো হবে।
গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালের কনফারেন্স রুমে ‘জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয়, বিগত বছরগুলোর মতো এ বছর রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী কেন্দ্র করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। প্রতিটি ইউনিয়নে পুরনো ও সাবেক ওয়ার্ডের ৮টি করে ইপিআই টিকা দান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে সপ্তাহে ৪ দিন করে দু’সপ্তাহে ৮ দিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ৩ লাখের বেশি ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রত্যেক শিশু ও তার অভিভাবককে মাস্ক পরে টিকা কেন্দ্রে যেতে হবে। সিভিল সার্জন কার্যালয় আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মুন্সী মো. মনোয়ার হোসেন। জাতীয় পুষ্টিসেবা, জনসংখ্যা পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ডা. জাকিয়া আলম তথ্য উপস্থাপন করেন। শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ চাহিদা পূরণের জন্য প্রতিবছর এ কর্মসূচি পালিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে একদিনে কর্মসূচি পালিত হলেও করোনা পরিস্থিতির কারণে তার পরিবর্তন আনা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে (৪ অক্টোবর) এ কর্মসূচি পালিত হতে পারে।