যশোরে আরও ২৩ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে যশোরে আরো ২৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হতে মোট ১শ ৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। খুলনা থেকে আসা ১১টি রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় হতে আসা ৯৭টি নমুনা পরীক্ষার রিপোর্টে একজন চিকিৎসকসহ ২৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে যশোর সদরে ১৯ জন। অভয়নগরে ২ জন এবং চৌগাছা ও ঝিকরগাছায় ১ জন করে ২ জন। এ নিয়ে যশোরে মোট ৩ হাজার ৭শ ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন এবং ১ হাজার ৫৪ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় ৩১ জন সহ মোট ২ হাজার ৬শ ৮৫ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত হলেন- উপশহরের ডাঃ আহসান কবির, পারভীন সুলতানা (৫০), শংকরপুরের ডাঃ ইশিতা (২৭), লুৎফুর নাহার (৭০), পুলিশ লাইনের মাহবুর রহমান (৫৩), মিশনপাড়ার বেলাল (৫৫), বেজপাড়ার চিরন্তন মল্লিক (৫৫), মেফিদা (৩০), খড়কির কামরুল হাসান (৫৫), বাগমারা রোডের উর্মিলা দাস (৬৭), চাঁচড়ার ফরিদা পারভীন (৩৯), ২৫০ শয্যা হাসপাতাল এলাকার আব্দুল করিম (৮০), আজিজুল ইসলাম (৫০, বসুন্দিয়া গ্রামের নুরুজ্জামান (৫৩), কাজীপাড়ার আকলিমা (৪০), বাগডাঙ্গার মোকলেস (৩৫), রূপদিয়ার হারুন-অর-রশিদ (৩০), চৌগাছা আম্বিয়া বেগম (৬৫)। অভয়নগরে দিঘলিয়ার কামরুজ্জামান (৪০), নরেন্দ্রপুরের আব্দুল মান্নান মোড়ল (৬০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ী গ্রামের রুবি বেগম (৫৫) এবং ঝিকরগাছার কীর্ত্তিপুরের শাহাদৎ হোসেন (৫২)। এদিকে, যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্মচারী আজিজুল ইসলামের নমুনা পরীক্ষা করে ৩ বার করোনা শনাক্ত হয়েছে।