যশোরে নেশা করার সময় আঠাসহ দুই শিশু আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কালেক্টরেট ভবনের সিঁড়িঘরে বসে নেশা করার সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়েছে দুই শিশু। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নেশার আঠা। আটক শিশুরা হচ্ছে-যশোর শহরের বারান্দীপাড়া খালধার রোডের আবুল কাশেমের ছেলে ইব্রাহিম সাগর (১২) ও শহরতলীর বিরামপুর কালীতলার নজর আলীর ছেলে সুজন সজল (১২)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে দেখতে পান যে, কালেক্টরেট ভবনের নিচতলার সিঁড়িঘরে বসে উল্লিখিত দুই শিশু মাদক সেবন করছে। এ সময় তাদের কাছ থেকে টইলুন জাতীয় আঠা ৫ গ্রাম ও জুতার আঠা ১০ গ্রাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক শিশুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় কোতয়ালি থানায় মামলা করেছেন।