ভিপি নূরের বিরুদ্ধে এবার একই বাদীর অপহরণ-ধর্ষণের মামলা

0

লোকসমাজ ডেস্ক॥ ধর্ষণে সহযোগিতার মামলার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহননের অভিযোগে আরেক মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় নূরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছয়জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান জানান, পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে (২৮) এ মামলার ১ নম্বর আসামি আর আহ্বায়ক হাসান আল মামুনকে ২ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় পরিষদের যুগ্ম-আহ্বায়ক ভিপি নূরকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এর আগে লালবাগ থানায় করা একই বাদীর অপর মামলায় নূরকে ৩ নম্বর আসামি আর হাসান আল মামুনকে ১ নম্বর আসামি করা হয়। বাকি তিন আসামি হলেন- পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইফুল ইসলাম (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা (২৫) এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি (২৩)। এদিকে লালবাগ থানায় ধর্ষণে সহযোগিতার মামলা হওয়ার পর তা ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে রবিবার রাতে বিােভ করছিল নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরণ পরিষদ। পুলিশ সেখান থেকে নূর ও তার সাত সহযোগীকে ধরে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।