মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন ১০ কর্মকর্তা করোনায় আক্রান্ত, দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন ১০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। আক্রান্ত কর্মকর্তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। এ ছাড়া কর্তৃপক্ষের আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী করোনা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।
গত দু সপ্তাহের ব্যবধানে চিকিৎসাধীন রয়েছেন, বন্দর কর্তৃপরে সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী, পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন, সচিব ওহিউদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সিভিল ও হাইড্রোলিক বিভাগের নিবার্হী প্রকৌশলী রাবেয়া রউফ, বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মাকরুজ্জামান মুন্সী ও তড়িৎ বিভাগের সহকারী প্রকৌশলী উম্মে কুলসুম। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক আমির হোসেনের নামের মৃত্যু হয়। এছাড়া আরও অনেক কর্মকর্তা-কর্মচারীর শরিরে করোনার উপসর্গ থাকার খবর পাওয়া গেছে। করোনার এ প্রাদুভাবের মধ্যে সীমিত আকারের জনবল দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। ফলে বন্দরের বিভাগীয় বিভিন্ন দপ্তরে ফাইলের জটসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে আমাদানি-রফতানিসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। বন্দর কর্তৃপরে পরিচালক প্রশাসন মো. গিয়াস উদ্দিন এক অফিস আদেশে বন্দরের নিরাপত্তা, ট্রাফিক, হারবার, মেডিকেল এবং যান্ত্রিক ও তড়িৎ বিভাগের কাজের পরিধি অনুযায়ী ন্যূনতম লোকবল দিয়ে দৈনান্দিন কার্যক্রম পরিচালনার কথা জানান।