মহেশপুরে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে ইউপি সদস্যের প্রতারণার অভিযোগ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য প্রতিবন্ধী ,বিধবা ও বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে হাজার ও ২ হাজার টাকা করে নিয়েছেন। এক বছর পার হলেও তাদের ভাতার কার্ড করে দিতে পারেনি। এমনকী টাকাও ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে আমেনা খাতুন বলেন, ‘শ্যামকুড় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মাজেদা খাতুন এক বছর আগে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে বলে আমার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। আমি অনেক কষ্টে টাকা সংগ্রহ করে তার হাতে দিলেও এক বছরের মধ্যে কার্ড করে দেয়নি। এমনকি টাকাও ফেরত দেয়নি। এ ব্যাপারে আমি ২০ সেপ্টেম্বর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি।’ এমনিভাবে আরও বিধবা ভাতার কার্ডের নাম করে শাহানারা খাতুনের কাছ থেকে ২হাজার, বয়স্ক ভাতার নামে সিরাজুলের কাছ থেকে ২হাজার ও গর্ভবতীর কার্ড করে দেওয়ার নাম করে রাশিদা খাতুনের কাছ থেকে ৩হাজার টাকা নিয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হকের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি জানার পর বিষয়টি খোঁজ খবর নিয়েছি এবং কিছু সত্যতা পেয়েছি । তবে মহিলা একেবারেই মূর্খ তাকে কয়েকজন ঢাল হিসেবে ব্যবহার করে এই কাজ করেছে। তবে তারা এখন ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি আমি অতিদ্রুত মীমাংসা করে দেব।