বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক প্রদানের মধ্যে দিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। গতকাল সোমবার সকালে পুস্পস্তবক প্রদানের পর মাসিক সমন্বয় সভার মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। মাসিক সভার আগে প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সমাধিতে ফুল দিয়ে বিথীকা বিশ্বাস তাকে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক প্রদানের সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। উল্লেখ্য ৭ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম কাজলের মৃত্যুর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১৫ সেপ্টেম্বর বিথীকা বিশ্বাসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে।