পাঁচ দিনেই উঠে যাচ্ছে ২০ কোটি টাকার রাস্তার পিচ

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না বাজার হয়ে ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় প্রায় ২০ কোটি টাকা। নির্মাণ কাজ এখনো বাকি। তবে এর মধ্যেই হাত দিয়ে টানলে উঠে আসছে রাস্তার আস্তর। সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ-গান্না বাজার হয়ে ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়কের মধ্যে চার কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের পাঁচ দিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলতে পারছেন। জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার রাস্তায় খনন ও বালি ফেলার কাজ শেষ হয় ছয় মাস আগে। এখন চলছে কার্পেটিংয়ের কাজ। খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এলাকাবাসীর অভিযোগ, পাঁচ দিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে ঢালাইয়ের পাঁচ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ এবং সড়কটির মাঝে প্রায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম বলেন, তার জানামতে কালীগঞ্জ-গান্না বাজার হয়ে ডাকবাংলা সড়কের কাজ ভালো হচ্ছে। আমি নিম্নমানের সামগ্রী ব্যবহার করছি না। ইতিমধ্যে যে রাস্তার যে তি হয়েছে তা দ্রুত সময়ে মেরামত করে দেব। ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ জিয়াউল হায়দারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।