হোয়াইট হাউজের চিঠিতে বিষ, গ্রেপ্তার এক নারী

0

লোকসমাজ ডেস্ক॥ হোয়াইট হাউজে একটি খামে করে বিষ পাঠানোর অভিযোগে সন্দেহজনকভাবে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে নিউ ইয়র্ক-কানাডা সীমান্ত থেকে। আইন প্রয়োগকারী তিনজন কর্মকর্তা রোববার এ তথ্য দিয়েছেন বার্তা সংস্থা এপি’কে। এতে বলা হয়, বিষসহ ওই খামটি হোয়াইট হাউজে পৌঁছার আগেই তা যাচাই করা হয়। বাফেলোর কাছে পিস ব্রিজ সীমান্ত ক্রসিংয়ে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন অফিসাররা তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে ওই নারীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয় নি।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, হোয়াইট হাউজের উদ্দেশে পাঠানো ওই খামটি মুলত এসেছে কানাডা থেকে। সীমান্তে সরকারি একটি স্থাপনায় এটাতে বিষ শনাক্ত করা হয়। হোয়াইট হাউজ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো কোনো চিঠি ওই স্থাপনায় স্ক্রিনিং করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে ওই খামে পাওয়া যায় বিষাক্ত রেসিন।