যশোরে সমিতির সভাপতিসহ তিন কাজীর বিরুদ্ধে আইনজীবীর মামহানির মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা কাজী সমিতির সভাপতি মনিরুল ইসলামসহ তিন কাজীর বিরুদ্ধে রবিবার আদালতে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন মাসুদুর রহমান নামে একজন আইনজীবী। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে মনিরুল ইসলাম যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী (বিবাহ ও তালাক রেজিস্ট্রার)। অপর দুজন হচ্ছেন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজী কামাল হোসেন ও যশোর পৌরসভার ১ ও ৯ নম্বর ওয়ার্ডের কাজী মোশাররফ হোসেন। বাদী জেলা আইনজীবী সমিতির সদস্য মাসুদুর রহমানের অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর আসামিরা প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে বলা হয়, শহরের আদালত পাড়ার কিছু উকিল ও মহুরি কাজী (বিবাহ ও তালাক রেজিস্ট্রার) হুসাইন ও তার সহকারীর সাথে একজোট হয়ে অবাধে বাল্য বিয়ে ও তালাক সংক্রান্ত বেআইনি কর্মকান্ডে জড়িত। কিন্তু প্রকৃতপক্ষে যশোরের আইনজীবীরা বাল্য বিয়ে রোধে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ কারণে বাল্য বিয়ে দেয়া সংক্রান্ত কোন কাজের সাথে আইনজীবীদের কোন ভূমিকাই নেই। মূলত ওই সংবাদ সম্মেলনে আসামিরা পরস্পর যোগসাজশে আইনজীবীদের সামাজিক মর্যাদাহানির অসৎ উদ্দেশ্যে অসত্য বক্তব্য দিয়েছেন।