শ্যামনগরে ভাঙনে খোলপেটুয়ায় বিলীন সরকারি ট্রলার ঘাট

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার ভোর ৪ টার দিকে ইউনিয়নের গাবুরায় সরকারি ট্রলার ঘাট খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এ সময় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, রবিবার ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাধের তিন শতাধিক ফুট খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। ওই স্থানে নির্মিত ট্রলার ঘাট নদীতে বিলীন হয়ে যায়। নদীতে প্রবল ¯্রােতে দ্রুত ভাঙন বৃদ্ধি পাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে গাবুরায় একমাত্র সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা সরকারের দৃষ্টিনন্দন প্রকল্পটি নোনা পানিতে তলিয়ে যাবে। এর ফলে ইউনিয়ন জুড়ে তীব্র খাবার পানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।