মনিরামপুরে বাল্য বিয়ে বন্ধ করে কনের বাবা ও দাদাকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে বিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালত একাদশ শ্রেণির ছাত্রী অ্যানি খাতুনের বিয়ে বন্ধ করে দিয়েছেন। বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা এবং দাদাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনা ঘটে রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খর্দগাংড়া গ্রামে। সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, খর্দগাংড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী অ্যানি খাতুনের বিয়ে ঠিক হয় ঢাকুরিয়া এলাকায় এক ছেলের সাথে। রবিবার আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয় কনের বাবার বাড়িতে। নির্মাণ করা হয় গেট, প্যান্ডেল, সামিয়ানা। রান্নাও সম্পন্ন করা হয়। আত্মীয়স্বজনের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। কিন্তু দুপুরে বর আসার আগেই খবর পেয়ে সহকারী কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে গিয়ে কনের বিয়ে বন্ধ করে দেন। সহকারী কমিশনার খোরশেদ আলম চৌধুরী জানান, বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবা এবং দাদা নিছার আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তারা সহকারী কমিশনার(ভূমি)এর কার্যালয়ে এসে জরিমানার টাকা পরিশোধ করে মুচলেকা দেন। এ সময় তাদের নির্দেশনা দেওয়া হয় ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই কনের বিয়ে না দেওয়ার।