ভিক্টোরিয়া কলেজ চত্বরে গ্রিন ভয়েসের মিলন মেলা অনুষ্ঠিত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ গ্রিন ভয়েস নড়াইল জেলা শাখার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে রবিবার গ্রিন ভয়েসের শতাধিক কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে মিলন মেলায় অংশ নেন। মিলন মেলায় গ্রিন ভয়েসের নড়াইল জেলা শাখার সমন্বয়ক এসকে, কায়ছার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়ক রাতুল হাসান। অনুষ্ঠানে জীবন প্রকৃতি ও পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা হয়। গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা, যুব সমাজের পছন্দের মানুষ পরিবেশবাদী, শিক্ষানুরাগী এবং মানবতার ফেরিওয়ালাখ্যাত আলমগীর কবীর এর সফলতা আশা করে মিলন মেলায় দোয়া হয়। উল্লেখ্য, ‘গাছই জীবন তাতেই ভূবন’ এই ¯োগানকে সামনে রেখে গ্রিন ভয়েস নড়াইলসহ সারা দেশে এক ঝাঁক শিক্ষিত তরুণ-তরুণীর মাধ্যমে বৃক্ষরোপণ করা হচ্ছে।