যোগিপোল ইউনিয়নের ইমাম ও খতিবদের সাথে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের মতবিনিময়

0

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা॥ স্থানীয় যোগিপোল ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও খতিবের সাথে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বাদামতলার গফ্ফারের মোড়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুফতি হাফিজুর রহমান ফারুকী। বক্তৃতা করেন ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি হুমাউন কবির বাচ্চু, বাজার মসজিদের খতিব ও ইমাম মুফতি হাফিজুর রহমান হাফিজী, মুফতি মানছুর রহমান, মাওঃ অলিউল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় ইমাম ও খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।