চৌগাছায় কপোতাক্ষ সেতুর সংযোগ সড়ক ধসে নদগর্ভে

0

এম. এ. রহিম চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নারায়ণপুর কপোতাক্ষ নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের পূর্ব পাশ থেকে ধসে নদে গিয়ে পড়েছে। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পান ও অতিবর্ষণের ফলে সেতুর সংযোগ সড়ক ধসে গেছে ও বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেয়। ২০১৫ সালে সেতুটির সংযোগ সড়কসহ নির্মাণ কাজ শেষ হয়। সেতুটির নির্মাণের ২ বছর পর থেকে দুই পাশের সংযোগ সড়কে ফাঁটল দেখা দেয়। সেতুটিতে চলাচলকারী দেবীপুর বাজারের ব্যাবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ জানান, সংযোগ সড়কটি খুবই সরু আকারে নির্মাণ করা হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল বলেন, এ সড়কে ফাঁটলের ব্যাপারে উপজেলা প্রকৌশলী অফিসে ও সওজকে জনানো হয়েছে। কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছেন না। সড়কটি অবিলম্বে সংস্কারের জন্য এলেকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে । চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সেতুর সংযোগ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের ছিল। যার ফলে কী কারণে বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে তা তারাই বলতে পারবেন। বর্তমানে এলজিডির কাছে হস্তান্তর করা করা হয়েছে। ব্রিজের পূর্ব পাশের সংযোগস্থলের সড়ক ভেঙে নদগর্ভে বিলীন হয়ে গেছে জানালে তিনি বলেন, আমি সেখানকার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলীকে বলছি অতিদ্রুত কীভাবে সংস্কার করা যায় সেই চেষ্টা করছি।