মনিরামপুরের উত্তরা ফুডস’র বকেয়া পরিশোধের অঙ্গীকার

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুর উপজেলায় অবস্থিত উত্তরা ফুডস এন্ড ফিডস বাংলাদেশ লিমিটেড অবশেষে কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের বকেয়া টাকা পরিশোধের অঙ্গীকার করেছে। গতকাল প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এজিএম অবিনাস মারাঠী এই অঙ্গীকার করেন। তিনি বলেন, ভারতের ভিএইচ গ্রুপের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসার শুরুতে কাঁচামাল সরবরাহকারীদের টাকা নিয়মিত পরিশোধ করা হতো। কিন্তু পোল্ট্রি শিল্পে ধস ও বাজারে প্রায় ত্রিশ কোটি টাকা আটকে যাওয়ায় পাওনাদারদের টাকা নিয়মিত পরিশোধ করা যায়নি। ইতিমধ্যে পাওনা টাকা পরিশোধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাজারে আমাদেরও অনেক বেশি বকেয়া রয়েছে। আমরা অন্য কোন কোম্পানির কাছে এই প্রতিষ্ঠান হস্তান্তর করার আগেই আইন অনুযায়ী পাওনাদারদের সমুদয় টাকা পরিশোধ করবো। কিন্তু বিশ্বব্যাপী, কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমাদের বিকল্প পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার ইন্দ্রজিৎ কুমার দে, সহকারী ম্যানেজার মোল্যা জহুরুল হক প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ আগস্ট প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহকারী ২৪টি প্রতিষ্ঠান টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে।