যশোরে ১৫টি নমুনায় তিনজন আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে গতকাল যশোরে ৩ জন আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৭টি এবং খুলনা মেডিকেল কলেজ হতে ৮টি মিলে মোট ১৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ ভেতরে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষিত নমুনা রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে ৩ জন আক্রান্ত হয়েছেন।
যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানা গেছে, গতকাল প্রাপ্ত ১৫টি নমুনা পরীক্ষায় গড়ে ৫ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭শ ৪৭ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭শ ৮৭টি। গতকাল পর্যন্ত ১৪ হাজার ৩শ’ ২৮ নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে গড়ে ৪ জনে ১ জন আক্রান্ত হন। তবে, নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বেশি না হওয়ায় এ জেলায় করোনায় আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা অনুমান করতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেছেন, সেভাবে হিসাব করা হয়নি। তবে আক্রান্তের সংখ্যা শতকরা ২০ ভাগের নিচে রয়েছে বলে দৈনিক লোকসমাজকে জানিয়েছেন তিনি। করোনা শনাক্তে নতুন করে আরো ৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যশোরে একদিনে আক্রান্ত ৩ জন হচ্ছেন, শহরের রেলগেট এলাকার শাহিনুর (৩৬), বেজপাড়ার নাদিরা (৩৫) ও ঝিকরগাছার অমৃত বাজারের সায়রা। আক্রান্তরা যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা দিয়েছেন। যশোরে করোনায় মোট আক্রান্তদের ভেতর ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯ জন। ২ হাজার ৬শ ১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। এ পর্যন্ত ৫২ জনের কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে।