সূর্য্যরে প্রখর তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সেই তাপদাহ থেকে আত্মরক্ষার কতই না চেষ্টা। এক নিম্নআয়ের ভ্যানচালক খেঁজুর পাতার মাথাল বানিয়ে প্রচন্ড গরমের মধ্যেই টেনে চলেছেন জীবনের ঘানি। ছবিটি গতকাল যশোর শহরের মুজিব সড়ক থেকে তোলা- এমআর খান মিলন

0