আশাশুনিতে রিংবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ নদীতে প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে রিংবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার এই বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে জোয়ারের সময় এলাকা প্লাবিত হচ্ছে। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন এবং শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিল এ তথ্য জানান।
গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এবং ২০ আগস্ট নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে তীব্র স্রোতে এলাকার বেড়িবাঁধ ও রিংবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। পরে রিংবাঁধ দিয়ে এলাকায় পানি প্রবেশ বন্ধের চেষ্টা করা হয়। কিন্তু নতুন করে রিংবাঁধ ভেঙে ইউনিয়ন দুটির সব গ্রাম এখন নদীর পানিতে ডুবে আছে। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এবং ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, চলতি অমাবশ্যায় নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ইউনিয়নের ভেতরে পানি ব্যাপকভাবে ঢুকে যাচ্ছে। এতে রাস্তাঘাট, ঘরবাড়িসহ সব স্থানে নতুন করে পানি বাড়ছে। মানুষের দুর্গতি বহুগুণে বেড়ে গেছে। এসব স্থানে রিংবাঁধ রক্ষার্থে এলাকার মানুষ কাজ করে যাচ্ছে।