যশোরে আরও ২০ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল আরও ২০ জন যশোরে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭শ’ ৪৪ জন। আক্রান্তদের ভেতর ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশনে আছেন ১ হাজার ১শ’ ৪৫ জন। করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে ২ হাজার ৫শ’ ৪২ জন সুস্থ জীবন যাপন করছেন বলে যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে বলা হয়েছে। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, যশোর ব্জ্ঞিান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৯২টি নমুনা পরীক্ষা করে গতকাল একদিনে ২০ জনের করোনা শনাক্ত হয়েছেন। সদর উপজেলায় ১২ জন আক্রান্ত হয়েছেন। বাকি ৮ জনের ভেতরে চৌগাছায় ৩ জন, ঝিকরগাছায় ২ জন, শার্শা, বাঘারপাড়া ও অভয়নগরে ১ জন করে ৩ জন আক্রান্ত হন। আক্রান্তরা হচ্ছেন- শহরের ঘোপ বেলতলার আরত আলী (৬০), সেন্ট্রাল রোডের গুলনাহার (৭০), ব্যাংক অফিসার ওয়াপদাহ অফিস এলাকায় মাহফুজুর রহমান (৩২) রেলগেট এলাকায় লতা ওরফে পাটা (৫৯), উপশহর সি-ব্লকের শাকিল আহমেদ (৬২), ফরিদপুর গ্রামের পাইকপাড়ার স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি), আসমা খাতুন (৩৪), শিক্ষা বোর্ডে কর্মরত আছিয়া খাতুন (৩৪), ওয়াপদা অফিসের মুস্তাফিজুর রহমান (৩২), বেজপাড়ার নার্গিস আরা সিনিগ্ধা (৩১), ঝুমঝুমপুরের রানা (২৫), ঝিকরগাছা কৃষি ব্যাংকে কর্মরত হাসান ইমাম (৩৪), ঝিকরগাছার শরিফুল ইসলাম (৩৭), মাগুরা গ্রামের আব্দুল আজিজ (৬০), চৌগাছার মুক্তাদাহ গ্রামের মদর সরকার (৭৫), মাড়–য়া গ্রামের মুনসুর আলী (৬৫), শার্শা নাভারণ রেলবাজারের আনোয়ারা খাতুন (৪৬), অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের সুলতান আহমেদ (৫২), মনিরামপুরের মুক্তারপুরের মোসলেম (৬৫), বাঘারপাড়ার ছাতিয়ানতলার আসাদুজ্জামান (৪০), দোহাকুলা গ্রামের পারভীন সুলতানা (৫০)।