যশোর সদর উপজেলা নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্র থেকে ১৩ জনের আবেদন ফরম সংগ্রহ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় কার্যালয় থেকে গতকাল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। আজও আবেদন সংগ্রহ করা যাবে। দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ হাজার টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের। এর আগে দলের জেলা সভাপতি-সম্পাদক বরাবর সাদা কাগজে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। সেখানে ১৯ জুন আবেদন করেছিলেন। রোববার তাদের নামসম্বলিত তালিকা ও রেজুলেশন করা হবে জেলা সম্পাদক শাহীন চাকলাদার এমপির সাথে আলোচনা সাপেক্ষে। সেই রেজুলেশন কপিও কেন্দ্রে জমা দেয়া হবে।
দলের অপর একটি সূত্র জানায়, রাতে ঢাকা কেন্দ্রীয় অফিসে আরো ৬-৭ জনের আবেদন করার সম্ভাবনা রয়েছে। এদিকে, দলীয় প্রতীক নৌকা পাওয়ার লড়াইয়ে ব্যস্ত আগ্রহী সবাই ছুটছেন ঢাকায়। দলীয় সভানেত্রী মনোনয়ন চূড়ান্ত করবেন, তাই অনেকেই ঢাকায় অবস্থান করছেন এবং চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। অনেক আগে থেকেই দলীয় প্রতীক প্রাপ্তি নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। এদিকে, জেলা থেকে শর্টলিস্ট ঢাকায় পাঠানোর কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত পাঠানো সম্ভব হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।