শার্শায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে। আটক সোহাগ আলী (৩২) শার্শার নাভারণ যাদবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে ও আলমগীর হোসেন(৩০) দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়াছিন আলীর ছেলে। শার্শা থানা সূত্রে জানা গেছে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ার আজিম শুক্রবার রাত ৮টার দিকে শার্শার সেতাই ব্রিজের ওপর একটি মোটর সাইকেল থামায়। মোটরসাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তাদের আটক করে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।