বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলে ৩৬৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক সাদিকুজ্জামান রুবেল (২৪) বেনাপোল ভবারবেড় পশ্চিম পাড়া গ্রামের বাবলু মোল্লার ছেলে। বেনাপোল বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল শিকড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩৬৪ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান রুবেলকে আটক করা হয়। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ৩৬৪ পিস ইয়াবা জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, আটক সাদিকুজ্জামান রুবেলকে ইয়াবাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।