যশোরে জাগরণী চক্রের বৃক্ষরোপণ কর্মসূচি

0

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির আয়োজনে যশোর শহরের খড়কি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার খড়কি রাইজিং কিশোর কাব প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয় খড়কি রাইজিং কিশোর কাবের সদস্যসহ স্থানীয়রা। বিকেলে জাগরণী চক্র ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসপিও) জুবায়ের আহমেদের উপস্থিতিতে উঠান বৈঠকের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিনামূল্যে কাব সদস্য ও স্থানীয় মানুষের মাঝে গাছের চারা বিতরণ এবং ওই এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এছাড়া কাব সদস্য ও তাদের পরিবার সদস্যদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রফিক খান, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল রেফারী লাবু জোয়ারদার, ব্যবসায়ী শামিম হাসান, শিক্ষক বিচিত্র মন্ডল, ব্যংকার কিবরিয়া, খড়কি রাইজিং কিশোর কাবের প্রতিষ্ঠাতা সুমন মোড়ল, সভাপতি তামিমুজ্জামান, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি