আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করলো যশোরের পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে যশোরের পুলিশ। গত বৃহস্পতিবার রাতে যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরচক্রের সদস্যদের কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ ও ২ হাজার জিবির একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। আটক চোরচক্রের সদস্যরা হচ্ছেন, যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার আবু হাসানের ছেলে কামাল হোসেন ওরফে রনি চাকলাদার (৩৫), আরবপুর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মতিয়ার রহমান (৩৮) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাশলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহিনুর রহমান ভুট্টো (৪২)।
যশোরের পুরাতন পুলিশ কসবা ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত রুইদাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (৩১) যশোর শহরেরর কারবালা আইবি রোডস্থ অরিএন্টাল কনস্যালটেন্স গ্লোবাল কোম্পানি লিমিটিডে কোয়ানটিটি সার্ভেয়ার হিসেবে কর্মরত। তিনি ওই অফিসের তৃতীয়তলার একটি রুমে থাকেন। গত ২৭ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে তিনি তার রুমে তালা দিয়ে টাঙ্গাইলে ট্রেনিংয়ের জন্য যান। দুদিন পর ২৯ আগস্ট ভোরে যশোরে এসে তিনি রুমে চুরির ঘটনা টের পান। অজ্ঞাত চোরেরা তার রুম থেকে একটি ল্যাপটপ ও ২ হাজার জিবির একটি হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মিঠুন মন্ডল গত ১ সেপ্টেম্বর কোতয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে প্রথমে চোরচক্রের সদস্য রনি হাওলাদারকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে আটক করা হয় মতিয়ার রহমানকে। এরপর তাদের স্বীকারোক্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাশলিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহিনুর রহমান ভুট্টোকে আটক এবং তার কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার আটক চোরচক্রের তিন সদস্যকে আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।