যশোরে ফের সেই টানাবাজ নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নতুনহাট বাজার থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিনা খাতুন (৩৫) নামে এক টানাবাজ নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এক নারীর গলার সোনার চেইন হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। এর আগেও ওই নারী একই ধরনের ঘটনায় আরেকবার আটক হয়েছিলেন। রিনা খাতুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের সানু মিয়ার স্ত্রী।
পুলিশের একটি সূত্র জানায়, সদর উপজেলার মেঘলা গ্রামের গোলাম হোসেন সরদারের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা থেকে বাসযোগে যশোরে আসেন। তিনি নতুনহাট বাজারে বাস থেকে নামার সাথে সাথে ভিড়ের মধ্যে রিনা খাতুনসহ আরও কয়েকজন টানাবাজ নারী তার গলা থেকে এক ভরি ওজনের একটি সোনার চেইন হাতিয়ে নেন। কিন্তু ঘটনাটি টের পেয়ে মনোয়ারা বেগম চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে রিনা খাতুনকে হাতেনাতে আটক করেন। তবে তার সঙ্গীরা সোনার চেইন নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় মনোয়ারা বেগমের স্বামী গোলাম হোসেন সরদার কোতয়ালি থানায় মামলা করেছেন। আটক রিনা খাতুনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট দুপুরে চাঁচড়া চেকপোস্টে হালিমা খাতুন নামে এক নারীর গলার সোনার চেইন হাতিয়ে নেওয়ার ঘটনায় টানাবাজ রিনা খাতুন আটক হয়েছিলেন।