বাগআঁচড়ায় নারী চাতাল শ্রমিকের আত্মহত্যা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকায় মমতাজ বেগম (২২) নামে এক নারী চাতাল শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাপলা রাইসমিলের ওই শ্রমিক উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দু’জনই শাপলা রাইসমিলে চাতাল শ্রমিকের কাজ করতেন।
মমতাজের বান্ধবী এবং চাতাল শ্রমিক মারুফা জানান, মমতাজ দু’ সন্তানের মা। গতরাত ১ টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে সেই সুযোগে মমতাজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। শ্রমিকরা জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন গন্ডগোল ছিল না। শার্শা থানার এস আই আনোয়ার আজিম জানান, সকাল ১১ টার দিকে লাশ নামানো হয়েছে। সুরোতহাল রিপোর্টে গলায় রশির দাগ ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তিনি বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ডাক্তারী রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।