যশোরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে যশোরে গতকাল আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ভেতর স্বাস্থ্যকর্মী ও পুলিশ রয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জনিয়েছেন, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৮৯টি নমুন পরীক্ষার রিপোর্ট আসে। খুলনা মেডিকেল কলেজ হতে রিপোর্ট আসে ৯টি। সর্বমোট ৮৯টি নমুনা রিপোর্টের ভেতর খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় কেউ করোনায় আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় ৮৯টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন যশোর সদরে এবং ৪ জন অভয়নগরে।
আক্রান্তরা হচ্ছেন- বাঘারপাড়া থানার এএসআই শরীফুল ইসলাম (৪২), সদর উপজেলা হৈবতপুরের মহিদুল ইসলাম (৩৯), ঘোপ সেন্ট্রাল রোডের শাপলা (৪২), নাসরিন (৪০), আরএন রোডের ইসমত জাহান (৩২), ঝুমঝুমপুরের জালাল (৩৮), বারান্দীপাড়ার সানা আক্তার (৩২), মনিরামপুরের খলসী গ্রামের সেলিনা আক্তার (২৬), অভয়নগরের বুইকরা গ্রামের জোতিন (৬৫), সাদিকা সুলতানা (৩০), চলশিয়া গ্রামের কাজী আলম (৫৮), গুয়াখোলার মতিয়ার রহমান (৫৮)।
সিভিল সার্জন অফিস সূত্র জনিয়েছেন, এ নিয়ে যশোরে ৩ হাজার ৭শ’ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৫শ’ ৪২ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের। এ পর্যন্ত ২ হাজার ৫শ’ ৪২ জন সুস্থ্য হয়েছে। করোনাভাইরাস শনাক্তের জন্যে জেলায় মোট ১৪ হাজার ৬শ’ ৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুন পরীক্ষা শেষে ১৪ হাজার ২শ’ ২৫টি রিপোর্ট এসেছে। সূত্র আরও জানিয়েছেন, মোট আক্রান্ত ৩ হাজার ৭শ’ ২৪ জনের ভেতর যশোর সদরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১ জন। অভয়নগরে ৪শ’ ৫৭ জন, কেশবপুরে ২শ’ ৭০ জন, শার্শায় ২শ’ ৫৮ জন, ঝিকরগাছায় ২শ’ ৫৭ জন, মনিরামপুরে ১শ’ ৫৮ জন, চৌগাছায় ১শ’ ৪৯ জন এবং বাঘারপাড়ায় ৯৪ জন।