সালাউদ্দিন বিরোধী প্যানেল ঘোষণা ২৩ সেপ্টেম্বর

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করছে ভোটের লড়াই। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বিত পরিষদ নামে প্যানেল চূড়ান্ত করে ভোটের মাঠে নেমেছেন সালাউদ্দিন বিরোধীরা। তারা ইতিমধ্যে বিভিন্ন জেলা সফরও শুরু করেছেন। ২১ পদের জন্য কাজী মো. সালাউদ্দিন সম্মিলিত পরিষদ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তবে তার বিপক্ষ প্যানেল পূর্ণাঙ্গ হচ্ছে না। আপাতত ১৯ জনের প্যানেল তৈরি তাদের। এখন পর্যন্ত সভাপতি নেই আসলামদের প্যানেলে। একজন সহ-সভাপতিও কম আছেন।
সমন্বিত পরিষদের নেতা শেখ মোহাম্মদ আসলাম জাগো নিউজকে জানিয়েছেন, তাদের প্যানেলে সভাপতিও থাকবেন। কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে যে দুইজন দাঁড়িয়েছেন তাদের এজনকে তারা সভাপতি হিসেবে নেবেন প্যানেলে। এ ঘোষণটা কৌশলগত কারণে একটু বিলম্বে দিতে চান শেখ মোহাম্মদ আসলামরা। তার আগে আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ১৯ জনের প্যানেল ঘোষণা করবে সমন্বিত পরিষদ।
‘আমরা সুন্দর একটা প্যানেল তৈরি করেছি। আপাতত সভাপতি নেই। তবে একজন থাকবেন বাদল রায় বা সফিকুল ইসলাম মানিকের মধ্যে। আগামী ২৩ সেপ্টেম্বর আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবো’-বলেছেন শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতি পদে প্রার্থী আছেন ৮ জন। এর মধ্যে চারজন কাজী মো. সালাউদ্দিনের প্যানেলে। বাকি চারজনের মধ্যে তাবিথ আউয়াল ঘোষণা দিয়েছেন একলা চলার। বাকি তিনজন মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ থাকবেন সমন্বিত পরিষদে।
সমন্বিত প্যানেল
সভাপতি : (এখনও নেই)
সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতি : মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি, আরিফ হোসেন মুন, আমের খান, ফজলুর রহমান বাবুল, শাকিল মাহমুদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. টিপু সুলতান, সৈয়দ মুস্তাক আলী মুকুল, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মিজানুর রহমান।