যশোরে তিনজনের অপমৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৩ জনের অপমৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও কীটনাশক পানে এদের মৃত্যু হয়। মৃতদের স্বজন ও পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে যশোর শহরতলীর চাঁচড়া মোড়ে চলন্ত পিকআপের ধাক্কায় মতিয়ার রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসার পথে দ্রুতগামী একটি পিকআপে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। মতিয়ার রহমান যশোর ঝিকরগাছা উপজেলার নাভারণ গ্রামের আতর আলীর পুত্র। একই দিন সন্ধ্যায় সদর উপজেলার মুরাদগড় গ্রামের আজগর আলীর স্ত্রী সাজেদা খাতুন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিজ বাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হলে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির ট্যাংকিতে পানি উঠানোর জন্য বৈদ্যুতিক মোটরে স্লুইজ দিতে গেলে সাজেদা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন।
অপরদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলার মালঞ্চি গ্রামে সুরাইয়া খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া গত ১২ সেপ্টেম্বর নিজ বাড়িতে কীটনাশক পান করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়। সুরাইয়া খাতুন মালঞ্চি গ্রামের আমির আলীর কন্যা। সে স্থানীয় শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।