চৌগাছায় আ.লীগ নেতা টুটুলের মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ। আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী,সহ-সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, সোলাইমান হোসেন প্রমুখ। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা গুলি ও বোমা মেরে ইমামুল হাসান টুটুলকে হত্যা করে। ঘটনাস্থলের পাশেই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে এ সব নেতাকর্মী প্রাণে বেঁচে যান। এদিকে ১১ বছর পার হলেও লোহমর্ষক এ হত্যাকান্ডের রহস্য এখনও উদ্ঘাটন হয়নি।