রামনগরে মানবপাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদে মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মিতালী জাহান, জোনাল ম্যানেজার সামাউল ইসলাম, মাইগ্রেশন অফিসার আজিমুল হক ও ট্রেনিং অফিসার সাব্বির আহম্মেদ। সভা পরিচালনা করেন জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরী। সভায় উপস্থিত সকল ইউপি সদস্য ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সাথে মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।