বাগেরহাটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভোক্তা অধিকার আইনে আরও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ও মোসা. আতিয়া খাতুন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ বলেন, ‘অবৈধ ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে বাজারে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যাতে মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য আমরা বাজারে বাজারে অভিযান শুরু করেছি। এর অংশ হিসেবে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে বাগেরহাট শহরের চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।