দীর্ঘ ৬ মাস পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ

0

আলী আকবর টুটুল, বাগেরহাট ॥ করোনার কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর বুধবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। এদিন সকাল থেকে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে মসজিদে। দীর্ঘদিন পরে ষাটগম্বুজে প্রবেশ করতে পেরে খুশি দর্শনার্থীরা। আনন্দিত স্থানীয় বাসিন্দা ও ষাটগম্বুজ কর্তৃপক্ষ। গাজীপুর থেকে আসা হৃদয় হাসান বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকায় বাইরে ঘুরতে বের হয়েছি। সকালে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গন ঘুরে প্রতœতাত্তিক নিদর্শন দেখে খুবই ভাল লেগেছে। ষাটগম্বুজে প্রবেশ করতে পেরে আমি খুবই আনন্দিত।
মাগুরা থেকে আসা উম্মে কুলসুম বলেন, দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল ষাটগম্বুজে আসব। কাল রাতে সংবাদ দেখলাম বুধবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য ষাটগম্বুজ উন্মুক্ত করে দেওয়া হবে। তাই চলে এলাম। ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর দেখে আমি অভিভূত হয়েছি। সত্যিই অনেক স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন ষাটগম্বুজ মসজিদ। স্থানীয় লুৎফর রহমান বলেন, আসলে ষাটগম্বুজ মসজিদ আমাদের একটি গর্বের জায়গা। করোনা পরিস্থিতিতে মার্চ থেকে এখানে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিল। আমাদের মনের মধ্যে একটি চাপা কষ্ট ছিল। আজ অনেক ভাল লাগছে। প্রতœতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, করোনা পরিস্থিতিতে ১৯ মার্চ থেকে বন্ধ ছিল প্রাণের ষাটগম্বুজ মসজিদ। সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে আমরা ষাটগম্বুজ মসজিদ উন্মুক্ত করে দিয়েছি। প্রথম দিনেই অনেক দর্শনার্থী প্রবেশ করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা আশা করব দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ষাটগম্বুজ ক্যাম্পাসে প্রবেশ করবেন।